Home General ২০২৪-২৫ অর্থ বর্ষে এ রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষমাত্রা...

২০২৪-২৫ অর্থ বর্ষে এ রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষমাত্রা নাবার্ডের

0

২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি,ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষমাত্রা ধার্য করল নাবার্ড।
যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি। নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারে একথা জানিয়েছেন নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সিজিএম উষা রমেশ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি,খুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে।
‘স্টেট ফোকাস পেপার’ এর উদ্বোধন করে রাজ্যের মুখ্য সচীব ভগবতী প্রসাদ গোপালিকা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে এই ঋণ কৃষকদের সহযোগীতা করবে। এদিনের আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচীব ড. মনোজ পন্ত,
রাজ্যের কোয়াপারেশান বিভাগের অতিরিক্ত মুখ্য সচীব ড.কৃষ্ণ গুপ্তা ও কৃষি বিভাগের প্রধান সচীব ওঙ্কার সিং মিনা,
স্টেট ব্যাঙ্কের সিজিএম প্রেম অনুপ সিনহা প্রমুখ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version