Home Global হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলা

হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলা

0

গাজার খান ইউনিস এলাকায় গতকাল শুক্রবার আল আমাল হাসপাতালে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনার কথা জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। এই হামলায় কয়েকজন বাস্তুচ্যুত মানুষ আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট সংস্থা জানিয়েছে, খান ইউনিসের আল আমাল হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক মানুষদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এর সাথে সাথে উদ্ধারকারী সংস্থার ঘাঁটিতেও হামলা চালিয়েছে।
খান ইউনিস শহরের নিকটবর্তী নাসের হাসপাতালের দিকেও এগিয়ে যাচ্ছে ইসরায়েলি ট্যাংক। নাসের হাসপাতালে অবস্থানকারী লোকজন জানিয়েছেন, তারা পশ্চিম দিক থেকে গোলার শব্দ শুনতে পাচ্ছেন। দক্ষিণ ভাগেও ব্যাপক বন্দুকযুদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুসারে, উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ২৪,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামলার বিষয়টি যাচাই করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version