একঝলক স্টেডিয়ামের দিকে তাকালে চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়! কবেই ঢাক বেজে গেছে বিশ্বকাপ টি২০র। সবাই জেনেও গেছে, আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। সেই টিকিটের চাহিদা তুঙ্গে মার্কিন মুলুকে। শোনা যাচ্ছে, কোটি টাকাও ছাড়াতে পারে সেই দাম। মাঝে আর দু’মাস বাকি। অথচ স্টেডিয়ামের জায়গার অস্তিত্ব ছাড়া আর কোনওভাবেই প্রস্তুত নয়। নির্ধারিত সময়ে তা তৈরি হবে কিনা তাও এখন সংশয়ে। আইসিসি নিজেই যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে স্টেডিয়াম তৈরির কাজ চলছে। মোট ৩৪ হাজার দর্শক ধরবে। তার সবে একটা দিকের কাজ এখন চলছে। তবে আইসিসি আশাবাদী, একমাসের মধ্যে যতটা কাজ হয়েছে তা নিয়ে। এখানে রোহিতরা শুধু পাকিস্তানের বিরুদ্ধেই নয়, আয়ারল্যান্ড ও আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেরও মুখোমুখি হবে।