যেন এইমুহূর্তটারই অপেক্ষায় ছিলেন আকাশদীপ। টেস্ট ক্যাপ পেতেই জ্বলে উঠলেন বাংলার জোরে বোলার। হয়ে উঠলেন বুমরাহের যোগ্য বিকল্প। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় ধোনির শহরেই অভিষেক হয় বাংলার পেসার আকাশদীপের। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের থেকে নেন টেস্ট ক্যাপ। আন্তর্জাতিক প্রথম ম্যাচেই ভয়ডরহীন বোলিং। পরপর তিন শিকারই তাঁর। আকাশদীপের বোলিংয়েই ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারই ফিরে যান প্যাভিলিয়ন। নিজের পঞ্চম ওভারেই নেন ২ উইকেট। ফিরিয়ে দেন বেন ডাকেট ও অলি পোপকে। ষষ্ঠ ওভারে ফেরান জ্যাক ক্রলিকে। বাংলার পেসার মুকেশের মতোই আকাশদীপেরও জন্ম বিহারে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০টি ম্যাচে ১০৪টি উইকেট আছে আকাশের। ব্যাট হাতেও রান করতে পারেন ভালই।