নিজস্ব প্রতিনিধি: হক মার্কেট বা নিউ মার্কেট সংস্কারের কাজ শুরু করবে কলকাতা পৌরসংস্থা। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাজারের সংস্কারের কাজে দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার বিভাগ প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা করবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মোতাবেক কলকাতা পৌরসংস্থা এই বাজার সংস্কারের বিস্তারিত প্রকল্প রিপোর্টও তৈরি করেছে। ভূমিকম্পের কারণে বাজারের পুরাতন ঐতিহ্যবাহী কাঠামো যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রেখেই সংস্কার হবে। এজন্য ২৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংস্কারের কাজ আগামী বছরে শুরু হবে। ইতিমধ্যে নিউমার্কেট সংস্কারের কাজের জন্য রাজ্য সরকারের কাছ থেকে ১৩ কোটি টাকা পাওয়া গেছে। সংস্কার বাবদ পরে রাজ্য সরকারের কাছ থেকে আরও অর্থ পাওয়া যাবে বলে বাজার দপ্তর সূত্রে খবর।