Home Uncategorized যুবদের বিকাশে ‘বিকশিত ভারত’

যুবদের বিকাশে ‘বিকশিত ভারত’

0

প্রিয়ম গুহ, কলকাতা: ভারত সরকারের ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মাই ভারত ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে বিকশিত ভারত নামে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ইয়ং লিডার ডায়লগ এই কর্মসূচির মূল উদ্দেশ্যগুলি হল স্থানীয় প্রতিভাধান যুব নেতৃত্বের সন্ধান করা এবং তার বিকাশ ঘটানো। এবিষয়ে ২১ নভেম্বর স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়ায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিকশিত ভারত অনুষ্ঠানের উপর বক্তব্য রাখেন, নেহেরু যুব কেন্দ্র পশ্চিমবঙ্গের নির্দেশক অশোক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সাই কলকাতার নির্দেশক সত্যজিৎ সাংকত, প্রাক্তন ভারতীয় ফুটবলের অভিনায়ক ভাস্কর গাঙ্গুলী, এনএসএসের আঞ্চলিক নির্দেশক বিনয় কুমার, সাইয়ের অ্যাকাডেমিক প্রধান গুণধর মণ্ডল এবং সাই কলকাতার অতিরিক্ত নির্দেশক রুমা শিবাঙ্গী।

অশোকবাবু জানান, এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতামত বিনিময় সুযোগ তৈরি করার লক্ষ্যে প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা। যেকোনো ব্যক্তি ২৫ থেকে ২৯ বছরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় স্তরে প্রথম পর্যায়ের কৃতকার্যের প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবেন ১০ টি নির্দিষ্ট বিষয়ের উপর রচনা বা ব্লগ লিখতে হবে এই বিষয়গুলির মধ্যে অন্যতম হল ‘বিকশিত ভারত নির্মাণের প্রযুক্তির অবদান’। এবং শক্তিশালী যুব সম্প্রদায়ের গঠন করা ইত্যাদি বিষয়ে তৃতীয় স্তরে চাক্ষুষ উপস্থিতির মাধ্যমে রাজ্যস্তরের দ্বিতীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। এই পর্যায়ে প্রতিযোগীরা তাদের নির্বাচিত বিষয়গুলি উপস্থপনার মাধ্যমে জাতীয় স্তরে নির্বাচিত হবার সুযোগ পেয়ে যাবেন।

চতুর্থ স্তর অর্থাৎ রাজ্যস্তরের বিষয়ভিত্তিক দলগুলি ১১ এবং ১২ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় যুব উৎসবের অংশগ্রহণ করতে পারবে ভারতের প্রধানমন্ত্রীর সম্মুখে ভারত মণ্ডপমে। মাই ভারত পোর্টালের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে ইচ্ছুক প্রতিযোগিরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version