Home Fitness মোহনবাগানকে টেক্কা দিতে কোথায় হল ইস্টবেঙ্গলের নামে রাস্তা!

মোহনবাগানকে টেক্কা দিতে কোথায় হল ইস্টবেঙ্গলের নামে রাস্তা!

0

সুপার কাপের জয়ের উৎসবে আরও রঙ লাগল। উত্তরবঙ্গে শিলিগুড়িতে মোহনবাগানের নামে আগেই রাস্তার নামকরণ হয়েছিল। এবার ইস্টবেঙ্গলের নামেও রাস্তার নামকরণ হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির উদ্যোগে জলপাইগুড়ির থানা মোড় থেকে বাবুপাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তাটির নতুন নামকরণ করা হল ‘ইস্টবেঙ্গল সরণি’ নামে। অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহর রঙিন হয়ে উঠেছিল লাল হলুদ পতাকায়। ৮ থেকে ৮০, স্কুল পড়ুয়া থেকে চাকুরীজীবি, জেলার সমস্ত ক্রীড়া সংগঠন, সমাজের সমস্ত ক্ষেত্রের পুরুষ মহিলা নির্বিশেষে সবাই একত্রে অংশগ্রহণ করেছিলেন একটি মনমুগ্ধকর শোভাযাত্রায় I ঢাক এর বাদ্যি। হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিধায়ক প্রদীপ বার্মা, চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার, রজত গুহ, সঞ্জীব আচার্য, সুমন দাশগুপ্ত, ক্লাবের প্রাক্তন অধিনায়ক আলভিটো ডি’কুনহা, রহিম নবিরা।জলপাইগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গ হলো ইস্টবেঙ্গলের দ্বিতীয় ঘর I সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে লাল হলুদের লক্ষ লক্ষ সমর্থক। এই ‘ইস্টবেঙ্গল সরণির’ ঠিক পাশের রাস্তায় বাড়ি ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি গোলরক্ষক মনিলাল ঘটকেরI ১৯৪৭ সালে জলপাইগুড়িতে জন্ম আরেক প্রখ্যাত ফরোয়ার্ড সুকল্যাণ ঘোষ দস্তিদারের।কিংবদন্তি প্রশিক্ষক পি.কে.ব্যানার্জির জন্মও এই জলপাইগুড়িতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version