Home Uncategorized মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার ফলেই মাধ্যমিকে এতবড় সাফল্য বলে মনে করেন...

মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার ফলেই মাধ্যমিকে এতবড় সাফল্য বলে মনে করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।প্রথম দশে ৫৭ জন। আর দক্ষিন ২৪ পরগনায় প্রথম দশে ৮ জন।অন্য বারের মতন এবারও দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন উল্লেখ যোগ্য স্থান অর্জন করেছে।বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর থেকে অভিনন্দনের পালা শুরু হয়ে গেছে মিশনে। মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার কারনেই তাঁদের ছাত্রদের এতবড় সাফল্যে বলে মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। মাধ্যমিকের ফলে এবার জয়জয়কার এই আবাসিক বিদ্যালয়ের।মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ ছাত্র। তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছে মিশনের ছাত্ররা। ৬৯১ পেয়ে মেধা তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নৈরিত রঞ্জন পাল। ৬৮৮ পেয়ে অলিভ গায়েন ষষ্ঠ স্থান, ৬৮৭ পেয়ে আলেখ্য মাইতি সপ্তম স্থান দখল করেছে। ৬৮৫ পেয়ে এই আবাসিক স্কুলের দুই ছাত্র ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত নবম স্থানে রয়েছে। ৬৮৪ পেয়ে দশম স্থানে রয়েছে শুভ্রকান্তি জানা।এই আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতাই স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন এই স্কুলের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। তিনি এদিন বলেন,আমাদের স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। সেটাও সাফল্যের অন্যতম কারণ বলে আমার মনে হয়। কারণ মোবাইলে ডুবে থাকলে ছোটদের একাগ্রতা নষ্ট হয়। আরও অনেক দিকে মন চলে যায়। তাই আমরা এই দিকটায় খুব খেয়াল রাখি। এছাড়া ও এই আবাসিক বিদ্যালয়ে সব কিছুই সময় মেনে করতে হয় ছাত্রদের। এই নিয়মানুবর্তিতাও ওদের সাফল্যের চাবিকাঠি।পাশাপাশি সোনারপুরের সারদা বিদ্যাপীঠের দুই পরীক্ষার্থীও এবার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ৬৮৬ পেয়ে অষ্টম স্থানে রয়েছে সন্দীপন মান্না।আর ঈশান বিশ্বাস ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে।আর সফল এই পরীক্ষার্থীর এই সাফল্য খুশির হাওয়া তাদের পরিবারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version