Home Global মহাসড়ক ধসে নিহতের সংখ্যা বাড়ছে চীনে

মহাসড়ক ধসে নিহতের সংখ্যা বাড়ছে চীনে

0

সুমন্ত ভৌমিক: দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬ জন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এর আগে গুয়াংডং প্রদেশে মহাসড়কের অংশ ধসে গিয়ে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে। এ বছর আঘাত হানা ঝড়গুলো বেশ মারাত্বক ছিল। বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ২:১০ নাগাদ প্রবল বৃষ্টির কারণে মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার যা ৫৮.৭ ফুট অংশ ধসে পড়ে। মহাসড়ক ধসে পড়ায় যানবাহনগুলো নিচের ঢালে পড়ে যায়। এক লাখের বেশি মানুষকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে সিনহুয়া জানিয়েছে, মহাসড়ক ধসে ২০টিরও বেশি যানবাহনসহ ৫৪ জন আটকা পড়েছে। বৃহস্পতিবার সকাল ৫:৩০ পর্যন্ত ৩৬ জন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা রাস্তার নিচে পড়ে থাকা যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version