Home Uncategorized ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৭২টি ফেনসিডিলের বোতল আটক করলো বিএসএফ, মাদক পাচারকারীদের প্রচেষ্টা হলো...

ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৭২টি ফেনসিডিলের বোতল আটক করলো বিএসএফ, মাদক পাচারকারীদের প্রচেষ্টা হলো ব্যর্থ

0

মালদা, ১৮ ডিসেম্বর ২০২৩, দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ বাহিনী নিষিদ্ধ ফেনসিডিল বোতলের চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গের জেলা মালদা, বেহরামপুর এবং নদীয়ার আন্তর্জাতিক সীমান্তে ৭৭২টি ফেনসিডিল বোতল আটক করেছে। এই ফেনসিডিল বোতল চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,৫৮,৬৩১/- টাকা।

তথ্য অনুযায়ী, বর্ডার আউটপোস্ট সাসানী, ৭০ ব্যাটালিয়ন, বিএসএফের সৈন্যরা নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এলাকায় একটি অ্যাম্বুশ পার্টি নিযুক্ত করে, অ্যাম্বুশ পার্টি কিছু চোরাকারবারীর গতিবিধি দেখেছিল, যারা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। অ্যামবুশ পার্টি তাদের দিকে ছুটে এসে থামতে চ্যালেঞ্জ করে। সৈন্যদল তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা ঘন গাছপালা ও অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের দিকে পালিয়ে যায় এবং পালতে গিয়ে তাদের কিছু ব্যাগ ফেলে দেয়। অ্যামবুশ পার্টি এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে এবং ব্যাগ থেকে ৪৫০টি ফেনসিডিল বোতল উদ্ধার করে।

একই দিনে বাংলাদেশ সীমান্তে অন্যান্য ঘটনায়, সীমান্ত ফাঁড়ির নওয়াদা, মাটিয়ারি এবং নাসারীপাদার সৈন্যরা তাদের দায়িত্বের এলাকা থেকে ১৬২টি ফেনসিডিল বোতল জব্দ করে। এছাড়া কাস্টম বিভাগের সাথে যৌথ অভিযানে বিজয়মঠ ও করিমপুরে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

জব্দকৃত সামগ্রীক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বি.এস.এফ এর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি কঠোর ভাষায় বলেছেন যে বি.এস.এফ তার দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যার জন্য এলাকায় কর্মরত অন্যান্য সংস্থাসহ চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version