Home Uncategorized ভারত-বাংলাদেশ সীমান্তে ৫.৯ কেজি রৌপ্য শস্য জব্দ করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে ৫.৯ কেজি রৌপ্য শস্য জব্দ করল বিএসএফ

0

জেলা- মুর্শিদাবাদ, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বিএসএফ দক্ষিণ বেঙ্গল সীমান্তের অধীনে ১৪৬ তম ব্যাটালিয়ন বর্ডার পোস্ট দয়ারামপুরের জওয়ানরা , বিএসএফ-এর গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে রৌপ্য পাচার ব্যর্থ করে এবং ৫.৯ কেজি রূপা জব্দ করেছে। জব্দকৃত রূপার মোট আনুমানিক মূল্য ৫০১৫০০/- টাকা।

তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিএসএফ গোয়েন্দা বিভাগ সীমান্ত চৌকি দয়ারামপুরের জওয়ানদের কাছে রূপা পাচারের বিষয়ে একটি বিশেষ তথ্য দেয়। খবর পেয়ে সব জওয়ান ও টহল দলকে সতর্ক করা হয়। তারপর প্রায় ০৮৫৫ টা , টহল দল দয়ারামপুরের সীমান্ত এলাকায় পাটের নলে পুঁতে রাখা কিছু জিনিস দেখতে পায়, জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে, পরে তারা সেখান থেকে ৫.৯ কেজি রূপার দানা পায়।

জব্দকৃত রূপা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শুল্ক বিভাগ, জলঙ্গীতে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের নানা সমস্যায় পড়তে হয়। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version