প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাঁক্রো। আর এই উপলক্ষে ভারতের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেন তিনি। আগামী কয়েক বছরের মধ্যেই প্রচুর ভারতীয় পড়ুয়াদের পড়ার সুযোগ করে দেবে ফ্রান্স। শুধু পড়ার সুযোগ নয় ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য যথাযথ সাহায্য করবে। এমনকী যারা ফরাসি ভাষা জানবেন না তাদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়েও খেয়াল রাখবে ফ্রান্স সরকার। সাথে সে দেশে পড়েছেন এমন প্রাক্তন ভারতীয় পড়ুয়াদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে বলে জানিয়েছেন।
২০৩০ সালের মধ্যে ভারতের অন্তত ৩০ হাজার পড়ুয়াকে তাদের দেশে পড়ার সুযোগ করে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে প্রজাতন্ত্র দিবসে ফ্রান্স প্রেসিডেন্টের এমন ঘোষণা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।