Home General বেহাল রাস্তা সারানোর দাবি 

বেহাল রাস্তা সারানোর দাবি 

0

সঞ্জয় চক্রবর্ত্তী, হাওড়া : রাস্তা বেহাল দশা হলে যানবাহন চলাচলেও বেহাল দশা হয়। যেমন নিত্য যাত্রীদের অসুবিধা হয় তেমনি যানবাহনের ক্ষতি সহ হয় দুর্ঘটনা। তেমনি এক ব্যাস্ততম সড়ক হল হাওড়া ডোয়জুড় রোড। এই রোডে হাওড়া দিক থেকে ডোমজুড় যেতে মাকড়দহ জল ট্যাঙ্কের কিছুটা পর থেকে ডোমজুড় বিডিও পর্যন্ত রাস্তার বেহাল দশা। বিশেষ করে মাকড়দহ জল ট্যাঙ্কের কিছুটা পর থেকে দিল্লি পাবলিক স্কুল পর্যন্ত রাস্তা খুবই খারাপ। কোথাও গর্ত আবার কোথাও রাস্তার পিচ আর ছোট পাথরের চাদর সরে গিয়ে শরীরের পাঁজরের হাড় বেড়িয়ে পড়েছে। যদিও রাস্তার ভাঙা পাঁজরের উপর ইঁট ও কিছু পাথর দিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তার ব্যার্থ বলেই নিত্য যাত্রীদের ও গাড়ি চালকদের অভিমত। এলাকাবাসী ও নিত্য যাত্রীদের দাবি এই সড়ক অবিলম্বে না সারানো হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা তাই প্রশাসন যদি একটু সহানুভূতির সহকারে বিবেচনা করে এই রাস্তাটি সারানোর উদ্যোগ গ্রহণ করে তাহলে সকলে উপকৃত হবে। সামনে বাঙালির শ্রেষ্ঠ পুজো দূর্গা পুজো এখন দেখার  প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা সারানোর কি উদ্যোগ গ্রহণ করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version