২০১৯ এর পর আবার ২০২৪: গ্রীষ্মকাল শুরুর আগেই ভয়ানক জলসঙ্কটের কবলে বেঙ্গালুরু। দৈনন্দিন চাহিদার তুলনায় প্রতিদিন দেড়শো কোটি লিটার জলের ঘাটতি দেখা দিয়েছে। সমস্যার সমাধান চেয়ে সরকারি হেল্পলাইনে অগুনতি ফোন আসছে। সরকারও নাজেহাল। বেঙ্গালুরুর ২৩৬ টির প্রায় সবকটি তালুকে খরার সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে ২১৯ টির অবস্থা ভয়াবহ। বিভিন্ন রেসিডেনটস অ্যাসোসিয়শনের ব্যবহৃত জল শোধন করে পুনর্ব্যবহার করার কথাও ভাবতে হচ্ছে কর্ণাটক সরকার।
জলের আকালের সুযোগে ট্যাংকারের দাম হুহু করে বাড়ছে। এক হাজার থেকে বেড়ে দেড় হাজার, দেড় হাজার ছাড়িয়ে দুই হাজারে দাঁড়িয়েছে এক একটি ট্যাংকারের জলের দাম।
পরিবেশ রক্ষা ও মেরামতির কাজে এক্ষুনি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে জল বাতাস খাবার সব কিছুরই যোগান ভয়াবহ সংকটের মুখে পড়বে বলেই বিজ্ঞানীরা বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন।