(জেলা-মালদা)
দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন সীমা চৌকি অনুরাধাপুর, ৪৪ ব্যাটালিয়নের কর্মীরা মালদহের হ্যাজেল জঙ্গল এলাকায় লাগা বিশাল আগুন নিভিয়েছে।
১০ মে, ২০২৩ তারিখে, সীমা চৌকি অনুরাধাপুরা এলাকায় ০৮৪৫ টায়, হ্যাজেল ফরেস্ট রিজার্ভের কিছু অংশে আগুন লাগে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুনের খবর পেয়ে, অনুরাধাপুর সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার অবিলম্বে ১৭ জন জওয়ান এবং অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর জওয়ানরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ।
৪৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে প্রতিবছর বর্ডার সিকিউরিটি ফোর্স বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে, যার ফলে প্রতি বছর হাজার হাজার নতুন জাতের গাছ লাগানো হয়। তিনি আরো বলেন, বি এস এফ জঙ্গল কাটা এড়াতে এবং সব ধরনের অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করতে পূর্ণ অঙ্গীকারবদ্ধ। যার কারণে বনে বসবাসকারী পাখি ও জীবজন্তুও রক্ষা পায়।