বাসন্তীতে আদিবাসীদের মধ্যে মাছের চারা বিতরণ 

    0

    সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ব্যারাকপুর শাখার আর্থিক সহযোগিতায় ও সুন্দরবনের স্বেচ্ছাসেবী সংস্থা জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় শুক্রবার বাসন্তীর জয়গোপালপুরে ১১০ টি আদিবাসী পরিবারের মধ্যে ৬ কেজি করে মোট ৬৬০ কেজি ৩/৪ ইঞ্চি লম্বা মাছের চারা (রুই, কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি) ও প্রত্যেক পরিবারকে ১০০ কেজি করে মাছের খাবারও বিতরণ করা হয়। প্রত্যেকে গড়ে ২৫০০ মাছের চারা পেয়েছেন। বাসন্তী ব্লকের ভরতগড়, নফরগঞ্জ ও জ্যোতিষপুর পঞ্চায়েত থেকে আদিবাসী মাছ চাষীরা এসেছিলেন।অনুষ্ঠানের  শুরুতে স্বাগত ভাষণ দেন আয়োজক সংস্থার সম্পাদক বিশ্বজিৎ মহাকুড়।বক্তব্য রাখেন সিআইএফআরআই- এর অধিকর্তা ডঃ বসন্ত কুমার দাস, বিজ্ঞানী ডঃ তরুণ পণ্ডিত, মিতেস রামটেক ও মহারাজ শুদ্ধাত্মানন্দজী।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহুমুখী লেখক প্রভুদান হালদার ।

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Exit mobile version