Home Fitness sports ফুটপাতে ফুচকা বিক্রি করা ছেলেটাই ভাঙছে ক্রিকেটের সব রেকর্ড

ফুটপাতে ফুচকা বিক্রি করা ছেলেটাই ভাঙছে ক্রিকেটের সব রেকর্ড

0

কে জানত, বাবার সঙ্গে ফুটপাতে ফুচকা বেচা ছেলেটাই টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসই বদলে দেবে! যশস্বী জয়সওয়াল সেই অবিশ্বাস্য কাজটাই করলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে পরপর দুই ম্যাচে ডবল সেঞ্চুরি করার ইতিহাস গড়লেন। বিশাখাপত্তনমে ২০৯ রান করেন জয়সওয়াল। আর রাজকোটে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে করেছেন ২১৪ রান। পরপর ২ ম্যাচেই ডবল! ভাবা যায়! টেস্ট ইতিহাসে ভারতীয়দের মধ্যে যে কৃতিত্ব আর কারোর নেই, যশস্বী তা করেছেন তাও মাত্র ৭ ম্যাচের কেরিয়ারে। আর মাত্র ২২ বছর বয়সে! মাত্র ১৩ ইনিংসে ৭১.৭৫ গড়ে করে ফেলেছেন ৮৬১ রান। যা ছাড়িয়ে গেছে সর্বোচ্চ খোয়াজার (৮৫৫) রানও। ভারতীয়দের মধ্যে এতদিন এই রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলির দখলে। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩৪ রান করেছিলেন। রাজকোট টেস্টের তৃতীয় দিন ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হন জয়সওয়াল। চতুর্থ দিন মাঠে ফিরে আরও ১১০ রান করেন। রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছেন জয়সওয়াল। এই ম্যাচে ২১৪ রান করার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা যৌথভাবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। মাত্র তিন টেস্ট খেলেই ২২ ছক্কা মেরে এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নিয়েছেন জয়সওয়াল। তার আগে এক সিরিজে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছিলেন ভারতেরই অধিনায়ক রোহিত শর্মা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version