সুমন্ত ভৌমিক : মুম্বাইয়ের পারভীন শেখ নামে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দেওয়া একটি পোস্টে ‘লাইক’ দেবার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। পারভীন শেখ সোমাইয়া স্কুলের অধ্যক্ষ। পারভীন শেখ প্রায় ১২ বছর ধরে সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পারভীন শেখের শিক্ষা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসপন্থী, ইসলামপন্থী ও হিন্দুত্ববিরোধী লেখার প্রতি সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সুতরাং গভীর উদ্বেগ ও বিবেচনার পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে পারভিন শেখ বলেন, এই সিদ্ধান্ত অন্যায়। ম্যানেজমেন্টের কাছ থেকে বরখাস্তের নোটিশ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া থেকে আমার পদত্যাগের খবর জেনে আমি হতবাক হয়েছি।