উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : প্রশাসনিক কাজের ফাঁকে স্কুল পড়ুয়াদের সাথে শিক্ষক হিসেবে সময় কাটালেন এক পুলিশ আধিকারিক বারুইপুরে। গ্রামে গিয়েছিলেন প্রশাসনিক কাজে। সেখান থেকে ফেরার পথে আচমকা হাজির একটি প্রাথমিক বিদ্যালয়ে বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়। পুলিস দেখে পড়ুয়ারা প্রথমে একটু ভয়ই পেয়েছিল।তাদের সেই ভয় কাটিয়ে আই সি মিশে গেলেন তাদের সঙ্গে। নিলেন ক্লাসও।করলেন গল্প।তুলে ধরলেন সচেতনতার পাঠ। আই সি তখন খুদে পড়ুয়াদের কাছে পুলিসকাকু। তাদের আবদার, আবার আসবেন কাকু, আপনার কাছে পড়বো। থানার আই সির এই ভূমিকায় খুশি স্কুলের শিক্ষক- শিক্ষিকারাও। আর আই সি বলেন, ডিউটি তো আছেই। কিন্তু পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় এক আলাদা আনন্দ দেয়। ওদের কাছ থেকেও জানা যায় অনেক কিছু।
বারুইপুর থানার প্রত্যন্ত গ্রাম বেলেগাছি। সেখানে এক সমস্যার সমাধানে গিয়েছিলো আই সি।আর তা মিটিয়ে ফেরার পথেই তিনি ঢু মারেন রামধাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি- সব ক্লাসেই পড়ুয়াদের কাছে যান তিনি। পড়ুয়ারা কেমন আছেন জানতে চান। তাদের কাছ থেকে বই নিয়ে বুঝিয়েও দেন পাঠ্য বিষয়। আবার দেন পরামর্শও।তিনি বললেন, পাড়ায় কোনও অচেনা লোক কিছু খেতে দিলে খাবে না। পাড়ায় অচেনা লোক দেখলেই বাড়িতে জানাবে। রোজ স্কুলে আসবে।বাবা-মা,শিক্ষকদের প্রণাম করবে।আর কোনো কিছু হলে আমার সাথে যোগাযোগ করতে বলবে বাড়ির অভিভাবকদের।তোমাদের পুলিশ কাকু সবসময় তোমাদের সাথে আছে।