উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :-
জয়নগর থানার পুলিশ প্রশাসনের সহায়তায় লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া এক মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট ও রেজিসট্রেশনের কার্ড ফিরে পেল ঐ মাধ্যমিক পরীক্ষার্থীটি। জয়নগর থানার অন্তর্গত খাকুড়দহের বাসিন্দা শুভজিৎ মন্ডল নামে এবছরের সরবেড়িয়া টি এস সনাতন হাই স্কুলের ছাএ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিলো বহড়ু হাই স্কুল।শুক্রবার সকাল ৮.১৫ মিনিটে গোচরন থেকে শিয়ালদা -নামখানা লোকালে উঠে বহড়ুতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ট্রেনের বাংকের ওপর স্কুল ব্যাগ ফেলে রেখে চলে যায়।ট্রেনটি চলে যাওয়ার পরে তার মনে পড়ে সে ব্যাগটি হারিয়ে এসেছে ট্রেনের ভেতর। এই ব্যাগের মধ্যেই ছিল অ্যাডমিট কার্ড ও রেজিষ্ট্রেশনের কার্ড।আর এই এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে শুভজিৎ ও তার পরিবার।শেষ পর্যন্ত বহড়ু হাইস্কুলের প্রধান শিক্ষক চম্পক মিশ্র, সেন্টার ইনচার্জ অবর স্কুল পরিদর্শক মোজ্জামল হক,জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল ও জয়নগর ১ নং ব্লক প্রশাসনের সহযোগিতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় দিতে পারে শুভজিৎ। তাকে সাহায্য করে সরবেড়িয়া টি এস সনাতন হাই স্কুলের শিক্ষকরা।এদিন বারুইপুর জিআরপি ও জয়নগর থানার উদ্যোগে তল্লাশি চালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ এর এডমিট কার্ড সহ স্কুল ব্যাগ উদ্ধার করা হয় করঞ্জলী স্টেশন থেকে।আর বহড়ু হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পরে এদিন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল সহ পুলিশ কর্মীদের তরফ থেকে ঐ পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এডমিট কার্ড সহ হারিয়ে যাওয়া স্কুল ব্যাগটি।আর এই ব্যাগটি ফিরে পেয়ে খুশি মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সহ তাঁর পরিবার।তাঁরা ধন্যবাদ জানান জয়নগর থানার আই সি সহ স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে।