Home General পাড়ার মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিপ্লব মিত্র

পাড়ার মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিপ্লব মিত্র

0

দক্ষিণ দিনাজপুর:- পাড়ার কালীমন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে বালুরঘাটে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং জেলার ভূমিপুত্র গঙ্গারামপুর শহরের দূর্গাবাড়ি পাড়ার বাসিন্দা তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বালুরঘাট ৬নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। সোমবার সকালে তিনি পাড়ার কালী মন্দিরে পূজো দিয়ে বালুরঘাটে উদ্দেশ্যে রওনা হন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তার সাথে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকরা মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্রের সাথে বালুঘাটের উদ্দেশ্যে রওনা হন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। রাজ্যে ৭ দফায় ভোট হতে চলেছে। দ্বিতীয় দফার ভোট হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপি থেকে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। প্রার্থী বিপ্লব মিত্র ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছেন দফায় দফায়। জেলার মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রার্থী বিপ্লব মিত্র বলে তিনি জানান। সোমবার পাড়ার কালীমন্দিরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিষ্ঠা ভরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান,” আজ আমাদের পাড়ার কালীমন্দিরে পূজো দিয়ে বালুরঘাটে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। আমরা আমাদের এই পাড়াতে যে কোন বিষয়ে মন্দিরে পুজো দেই। তাই আজকে শুভ কাজে যাওয়ার আগে কালীমন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরো জেলার মানুষের আশীর্বাদে আমাদের দল তৃণমূল কংগ্রেস জয়ী হবে তা নিয়ে ১০০ শতাংশ আশাবাদী, এবং জেলার মানুষ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতে তুলে দিবে টা নিয়ে আমি বিশ্বাসী”। এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version