Home Uncategorized ডার্বি বয়কটের ডাক বাগান কর্তাদের

ডার্বি বয়কটের ডাক বাগান কর্তাদের

0

আইএসএল জমানায় সুয়োরানি-দুয়োরানির উন্নত সংস্করণই যেন দেখতে পেলেন ফুটবল প্রিয় সমর্থকরা! যার জেরে ডার্বিতে টিকিট বিক্রি থেকেই বিরত থাকল মোহনবাগান। এক ম্যাচে দু’রকম টিকিটের দাম দুই দলের সমর্থকদের জন্য। আয়োজক ইস্টবেঙ্গলের এমন টিকিটের বৈষম্যে টিকিট বয়কটই করে বসল মোহনবাগান। ডার্বি দেখতে ইস্টবেঙ্গলের সমর্থকদের যেখানে ন্যূনতম ১০০ টাকা দিতে হচ্ছে, সেখানেই সবুজ মেরুন সমর্থকদের জন্য ন্যূনতম দাম নির্ধারিত হয়েছে ২৫০ টাকা। যা ময়দানে আগে দেখা যায়নি। ডার্বি ম্যাচের টিকিট কিনবে না এবং বিক্রিও করবে না মোহনবাগান। এমনকি সমর্থকদের কথা ভেবে বাগান কর্তারা ডার্বিতে উপস্থিতও থাকবে না। মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, ‘নজিরবিহীনভাবে এবার অ্যাওয়ে দলের সমর্থকদের দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ডার্বির কোনও টিকিট কিনবও না, বিক্রিও করব না।আমরা ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version