Home Uncategorized ট্রেন লাইনে বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন হাজার হাজার ট্রেনযাত্রী

ট্রেন লাইনে বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন হাজার হাজার ট্রেনযাত্রী

0

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: বৃহষ্পতিবার নির্দিষ্ট সময় শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ১০টা বেজে ২৪মিনিটে ডাউন ক্যানিং লোকাল ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে চলছিল। আচমকা সোনারপুর-বিদ্যাধরপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ডাউন লাইনে এক বাইক আরোহি বাইক নিয়ে উঠে পড়ে। সেই সময় আসছিল ডাউন ক্যানিং লোকাল। যুবক লাইনের উপর বাইক ফেলে প্রাণপনে দৌড়ে পালিয়ে গেলেও বাইক পড়েছিল ডাউন লাইনে। ট্রেন বাইকের উপর উঠে পড়ে, দুমড়ে মুচড়ে যায় বাইক। থেমে যায় চলন্ত ট্রেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ডাউন ক্যানিং লোকাল। রক্ষা পায় ট্রেনের হাজার হাজার যাত্রী। ঘটনার পর প্রায় ৪০ মিনিট দেরীতে ডাউন ট্রেনটি নির্বিঘ্নে ক্যানিংয়ে পৌঁছায়। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ। পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version