Home Uncategorized জানুয়ারীতে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব,আবেদন করার জন্য ওয়েবসাইট প্রকাশ করলো বনদফতর

জানুয়ারীতে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব,আবেদন করার জন্য ওয়েবসাইট প্রকাশ করলো বনদফতর

0

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : আগামী ২০২৫ এর  ২২ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব। চলবে ২৬ জানুয়ারী পর্যন্ত। মঙ্গলবার থেকে আবেদন করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করলো বনদফতর। 
উল্লেখ্য প্রথম বার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদফতর জানিয়েছিলন, সুন্দরবনে ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে গদানকারী পাখিপ্রেমীরা। প্রথম বার তিন দিন ধরে এই উৎসব চলেছিল। দ্বিতীয় বার সেই উৎসব চার দিন চলেছি। বর্তমানে তৃতীয় বর্ষের এই উৎসব পাঁচদিন হবে বলেই জানিয়েছেন আধিকারীকরা।উল্লেখ্য প্রথম বছর ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করেছিলেন, দ্বিতীয় বছর ৮টি দলকে অনুমতি দেওয়া হয়েছিল।তৃতীয় বছর অর্থাৎ ২০২৫ এ ৬ টি দলের মোট ২৪ জনকে অনুমতি দেওয়া হবে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে। বনদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বার ৫০৬৫ টি পাখির দেখা পেয়েছিলেন পাখি উৎসবে যোগদানকারীরা।এবার এই উৎসব বেশি দিন ধরে হবে। ফলে অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা প্রকাশ করেছেন বন দফতরের আধিকারীকরা।
উল্লেখ্য গত বছরের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিদের রক্ষার জন্য।সেই সিদ্ধান্ত অনুযায়ী শীতের মরশুমে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করে।সে দিকে কঠোরভাবে নজর দেওয়া হচ্ছে বনদফতরের উদ্যোগে।শুধুমাত্র সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বনদফতর।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর জানিয়েছেন, “গত বার পাখি উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল।যার ফলে এবারও সুন্দরবনে পাখি উৎসব শুরু হবে। সমগ্র সুন্দরবন যাতে পাখিদের জন্য যাতে নিরাপদ স্থান হয়ে উঠতে পারে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পাখিদের সংরক্ষণই এই উৎসবের মূল লক্ষ্য।”
বনদফতর সুত্রের খবর, সুন্দরবনের পাখি উৎসবে যোগদানের জন্য অনলাইনে আবেদন করা যাবে।যে ওয়েবসাইট এ আবেদন করতে হবে সেই সাইটটিও বনদফতর প্রকাশ করেছে। www.sundarbantigerreserve.org /sundarbanbirdfestival@gmail.com

 এই ওয়েবসাইট দু’টি মঙ্গলবার বিকাল থেকে খুলে দেওয়া হয় আবেদনকারীদের জন্য।আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত  অনলাইনে আবেদন করা যাবে।আবেদন করতে হলে মাথাপিছু খরচ প্রায় ১৫ হাজার টাকা,এছাড়াও ওয়েবসাইটে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version