উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: জয়নগর থানা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনাস্থলে বারুইপুর এস ডি পিও অতীশ বিশ্বাসে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। দুই দিন নিখোঁজ থাকার পরে ধান ক্ষেতের মধ্যে থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো শনিবার সন্ধ্যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,জয়নগর থানার অন্তর্গত গোদাবর এলাকার এক কৃষক আব্দুল ওয়াব শেখ(৬০) গত বৃহস্পতিবার ঈদের বিকাল থেকে নিখোঁজ ছিলো,শনিবার বিকালে এলাকার লোকজন চাষের জমির পাশে মৃতদেহ দেখতে পায়,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।মৃতের পরিবারের দাবী গ্রামের মধ্যে অন্য এক ব্যাক্তির সঙ্গে ভাগচাষী হিসাবে ধান চাষ করতেন আব্দুল ওয়াব শেখ,ভাগ চাষীর সঙ্গে দীর্ঘ দিনের ঝামেলা, এই কারণে খুন বলে দাবী মৃত চাষীর পরিবারের।পুলিশ এই ঘটনায় গ্রামের ২ জন কে আটক করে জিজ্ঞাসা করছে।ঘটনাস্থলে উপস্থিত আছেন বারুইপুর এস ডি পিও অতীশ বিশ্বাস,জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল সহ প্রচুর পুলিশ বাহিনী।মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। মৃতদেহ রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এলাকায় যে কোন ধরনের গন্ডগোল এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এদিন রাতে।