উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বসন্ত আড্ডায় মাতলো কচি কাঁচারা জয়নগরে।আবির রাঙা শিমুল- পলাশ বিছায়াইছে প্রকৃতি জুড়ে, দোল আসে যে বছর ঘুরে।প্রকৃতি যখন দখিন দুয়ার খুলে দেয়,বইতে শুরু করে ফাগুন হাওয়া আর রঙের উচ্ছ্বাস জাগে অশোক পলাশ শিমুলে, তখন বসন্ত হয়ে ওঠে বাঙালির কাছে প্রেমের উৎসব। প্রকৃতির নানা রঙের সাথে মানুষের মন কেও রাঙিয়ে দিতে আসে দোল উৎসব। আর তাই প্রকৃতির রঙে নিজেদের রাঙিয়ে নিতে প্রস্তুত গ্রাম থেকে শহর বাসী।আর এই দোল উৎসব বা বসন্ত উৎসবে বসন্ত আড্ডার মধ্যে দিয়ে এগিয়ে এলো গাঙ্গেয় সুন্দরবন বার্তা ।রবিবার জয়নগর মজিলপুর পৌরসভার রবীন্দ্র কানন উদ্যানে গাঙ্গেয় সুন্দরবন বার্তার পক্ষ থেকে বসন্ত আড্ডা নামে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল।এদিন রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, গাঙ্গেয় সুন্দরবন বার্তার সম্পাদক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।দোলের রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার পাশাপাশি নাচ গান, আঁকার মধ্যে দিয়ে এই দোলের উৎসবে মাতিয়ে রাখলো জয়নগর সহ সুন্দরবন বাসিকে।আগামী বছর আবার এই ধরনের অনুষ্ঠানে হাজির হবে বলে এদিন জানালেন গাঙ্গেয় সুন্দরবন বার্তার সম্পাদক।