Home Uncategorized কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি বাগানে জল জমে ক্ষতির মুখে চাষিরা

কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি বাগানে জল জমে ক্ষতির মুখে চাষিরা

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : দক্ষিন ২৪ পরগনায় গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন সবজি চাষিরা। জয়নগর, কুলতলি, রায়দীঘি, ক্যানিং, ভাঙড়, জীবনতলা, বাসন্তী, মগরাহাট সহ অধিকাংশ এলাকার সবজি বাগানগুলিতে জল জমার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গাছ প্রায় মৃত প্রায় হয়ে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে অসুবিধার মধ্যে পড়বেন বহু কৃষকরা। এ বছর বর্ষার প্রথমে বৃষ্টি না হওয়ায় অনেকেই সবজি বাগান করে ছিলেন। সেক্ষেত্রে জল কিছুটা কম লাগছিল। এমন কথা জানিয়েছেন মৈপীঠ এলাকার একাধিক সবজি চাষি। কিন্তু এই কয়েক দিনের বৃষ্টি সব হিসাব গুলিয়ে দিয়েছে।বৃষ্টি বাড়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা। নিচু ও মাঝারি খেত জলে ডুবেছে। বেশ কিছু উঁচু খেতে ও জল দাঁড়িয়ে যাওয়ায় গাছের পচন দেখা দিয়েছে।অধিকাংশ চাষিরআশঙ্কা, কয়েকদিন টানা রোদ না হলে চাষিদের সমস্যা বাড়বে।টানা বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চাষিরা। এ নিয়ে কুলতলির এক চাষি বলেন, নীচু জমি তো নষ্ট হয়েছে, সেই সঙ্গে প্রভাব পড়েছে উঁচু জায়গাতেও। কয়েকদিনের মধ্যে রোদ দেখা না দিলে সমস্যা বাড়বে। সেক্ষেত্রে সবজির দামে প্রভাব পড়তে পারে। সবজি চাষে ক্ষতি হলে সরকারি সাহায্যের আবেদন করেছেন তাঁরা। এ ব্যাপারে কুলতলি ব্লক সহ কৃষি অধিকর্তা বলেন,আমরা সবদিকের ওপর নজর রাখছি।কৃষকদের সাহায্যের আবেদন ও জমা পড়ছে। জেলা থেকে যেরকম নির্দেশ আসবে সে রকম কাজ হবে। তবে বৃষ্টি এখন কবে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে আছে দক্ষিণ ২৪ পরগনার কৃষকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version