Home Arts এই প্রথম নেগেটিভ বড়ো মাফিয়া চরিত্রে অপরাজিতা আঢ্য। বিপরীতে টক্কর নিতে পুলিশ...

এই প্রথম নেগেটিভ বড়ো মাফিয়া চরিত্রে অপরাজিতা আঢ্য। বিপরীতে টক্কর নিতে পুলিশ অফিসার চরিত্রে সেনগুপ্ত। মাইথোলজির চাদরে নতুন ছবি “বানসারা”।

0

ছবি : বানসারা
পরিচালক : আতিউল ইসলাম

এই গল্পের নাম বানসারা। বানসারা মূলত পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। এই গ্রামের বনো দেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে বনদেবী নাকি স্বয়ং অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে,আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। এনার নাম গৌরীকা দেবী। তিনি বানসারার ভালো এবং মন্দের একটি নিয়মাবলী ঠিক করে রেখেছেন। ইনি বানসারার রক্ষক এবং একাধারে রাজনীতিবিদ। বানসারার বড়মা অর্থাৎ গৌরীকা দেবীর ভূমিকায় আমরা দেখতে পাবো অপরাজিতা আঢ্যকে। এই গ্রামে দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে। এই গ্রামে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত বেআইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য এই গ্রামে আসেন পুলিশ অফিসার অজিতেশ। এই অফিসারের রেকর্ড আছে maximum encounter এবং অল্প সময় maximum transfer হওয়ার। এই অফিসারের ভূমিকায় আমরা গল্পে দেখব বনি সেনগুপ্ত কে। এই গ্রামের একজন প্রধান শিক্ষিকা যিনি গ্রামের বড়মা অর্থাৎ গৌরীকা দেবীর প্রচন্ড প্রিয় একজন পাত্রী তিনি হলেন সুভদ্রা। সুভদ্রার চরিত্রে আমরা দেখতে পাবো মুন সরকারকে। এই গ্রামকে সমস্ত কালো ছায়া এবং অভিশাপ থেকে মুক্ত করতে আসবে একজন কাপালিক। এই কাপালিকের ভূমিকায় আমরা দেখব বিশ্বরূপ বিশ্বাস কে। এই গ্রামের সমস্ত ঘটনা, সমস্ত ক্রাইম, সমস্ত অলৌকিকতা এবং গ্রামের বনদেবীর প্রভাব নিয়ে এই গ্রামে ডকুমেন্টারি ফিল্ম করতে আসেন একজন ফিল্ম মেকার। ফিল্ম মেকারের ভূমিকায় অভিনয় করছেন লিজা ভৌমিক। গৌরিকা দেবীর অনুগত এবং একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় আমরা দেখব ভাস্কর দত্তকে। এছাড়াও টলি পাড়ার বেশ কিছু নতুন এবং পুরনো দাপুটে ও দক্ষ অভিনেতা-অভিনেত্রীকে আমরা বানসারার বিভিন্ন চরিত্রে দেখতে পাবো।
মাইথোলজির চাদরে মোড়ানো এই গল্পের দর্শক গল্পের একদম শেষে গিয়ে জানতে পারবে, কিভাবে? কি কারনে? আর কেনই বা দেবীর হাতে খুন?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version