Home Uncategorized উদ্বোধন হল ৩০ তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

উদ্বোধন হল ৩০ তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

0

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধন হলো ৩০ তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, বর্ষিয়ান অভিনেতা দুলাল লাহিড়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, সব্যসাচী চক্রবর্তী সহ নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘণ সিনা। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের পরিচালক রাও উপস্থিত ছিলেন। ডোনা গাঙ্গুলী ও তার সম্প্রদায়ের উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৫ ডিসেম্বর নন্দন প্রাঙ্গণে শুরু হয়ে গিয়েছে সিনে প্রেমীদের ভিড় সকাল থেকেই প্রেক্ষাগৃহের সামনে বিশাল লাইন পড়ে গিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উপভোগ করবার জন্য। ৫ ডিসেম্বর নন্দন ফ্লওয়ার তপন সিনার জন্ম শতবর্ষ হিসেবে এক প্রদর্শনী উদ্বোধন হয়। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনালয়ে অরুন্ধতী দেবী, হরিসাধন দাসগুপ্ত, মার্লোন ব্রান্ডো, মার্সেলো ম্যাট্রিওনির শতবর্ষ নিয়ে এক প্রদর্শনীর ও উদ্বোধন হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version