Home Uncategorized আয়ুষ চিকিৎসায় রোগী বাড়ছে মথুরাপুর গ্রামীন হাসপাতালে

আয়ুষ চিকিৎসায় রোগী বাড়ছে মথুরাপুর গ্রামীন হাসপাতালে

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: আয়ুর্বেদিক চিকিৎসার উপর সুন্দরবনের মানুষের আস্থা বাড়ছে।সুন্দরবনের মথুরাপুরে আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের উপর ভরসা বাড়ছে স্থানীয়দের।আর মথুরাপুর এক নং ব্লকের গ্রামীন হাসপাতালে বিকল্প চিকিৎসা ব‍্যবস্থা প্রদান করার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি খোলা হয়েছিল। মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই স্বাস্থ্যকেন্দ্র টি তৈরি করা হয়েছিল।বছর খানেক কাজ করার পরে এই স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে। আমাদের দেশে এখনও অনেকেই বিকল্প চিকিৎসা ব‍্যবস্থার উপর ভরসা করেন। আ্যলোপাথিক চিকিৎসা যেখানে প্রধান ভরসা,সেখানে এ ধরনের স্বাস্থ্যকেন্দ্র অনেকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রটিতে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাও পাওয়া যাচছে। ইতিমধ্যে সেজন‍্য মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন এখান থেকে পরিষেবা পাবে রোগীরা।আয়ুষ চিকিৎসায় কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার ও গুরুত্ব দিচ্ছে খুব বেশি করে।এখানে আয়ুর্বেদিক, যোগ ব‍্যায়াম সহ একাধিক বিকল্প চিকিৎসা পদ্ধতির সন্ধান দেওয়া হচছে। সাধারণ মানুষজন এই স্বাস্থ্যকেন্দ্রের কথা শুনে খুবই খুশি। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এই বিকল্প চিকিৎসা কেন্দ্র আমাদের এলাকায় হওয়ায় আমরা খুশি।প্রায় ২৭ লক্ষ টাকা ব‍্যায়ে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মিত হয়েছে। এ বিষয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের রোগীকল‍্যাণ সমিতির সদস‍্য তথা মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার বলেন, সাধারণ মানুষদের দাবি মেনে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে। যেখানে সমস্ত রকম পরিষেবা মিলছে। বছরখানেক কাজ চালানোর পর এই স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে।আগামীদিনে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে বহু রোগীর কাজে লাগবে এই আয়ুষ চিকিৎসা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version