নিজস্ব প্রতিনিধি: আজ পয়লা জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস এবং মৃত্যুদিবসে ডাক্তার দিবস উপলক্ষে চেতলার হিন্দ সংঘ এবং নিখিল বঙ্গ কল্যাণ সমিতি যৌথভাবে এলাকার ডাক্তারদের সম্বর্ধনা জ্ঞাপন করে। এই কোভিড কালে ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম কে কুর্নিশ জানিয়ে স্মারক তুলে দেয় তাদের হাতে। ডাক্তার সৌপায়ন দত্ত, ডাক্তার কৌশিক চক্রবর্তী, ডাক্তার
ধিতিশ্রী গাঙ্গুলী, হোমিওপ্যাথি ডাক্তার সুবোধ চৌধুরীদের হাতে ঔষধি তুলসী গাছ, ফুলের মালা ও অন্যান্য সামগ্রী তুলে দেয় হিন্দ সংঘের পক্ষ থেকে সংঘের সদস্য তথা চিত্রশিল্পী মৃত্যুঞ্জয় মন্ডল তার সাথে ছিল সংঘের যুব সদস্য শুভম দে , কৌনিশ ভট্টাচার্য, ভায়োলা শাই। এছাড়াও আমাদের সাথে ছিলেন চেতলার স্বনামধন্য শিক্ষক সৌভিক গাঙ্গুলী। মৃত্যুঞ্জয় মন্ডল বলেন আমরা আজকে ডাক্তারদের ভগবান জ্ঞানে পুজো করলাম তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না এই ম মহামারীতে তারা দাঁতে দাঁত চিপে মানুষের সেবা করে চলেছে। যুব সদস্যরা বলেন আমরা ডাক্তারদের কোভিড যোদ্ধা হিসেবে কুর্নিশ জানিয়েছি।