Home Global অস্কার অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ

অস্কার অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ

0

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসের রাজপথে হাজার হাজার মার্কিনি বিক্ষোভ করেছেন। ডলবি থিয়েটারে শুরু হয় ৯৬তম অস্কার আয়োজন। এটি শুরুর আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় বিক্ষোভ করে শত শত মানুষ। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, ভয়াবহ এ যুদ্ধ চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারেন না সেলিব্রেটিরা। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেন, আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন আমাদের কাছে অনেক ব্যাক-আপ রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি। তবে বেগ পেতে হয়েছে অস্কার অনুষ্ঠানে যাওয়া তারকাদের। তাদের অনেকে লিমুজিন গাড়ি আটকে দিয়েছিল বিক্ষোভকারীরা। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল ‘শেম’। বিক্ষোভকারিরা জানান, এই রাস্তায় অস্কার হচ্ছে আর অন্যদিকে মানুষকে হত্যা করা হচ্ছে বোমা মারা হচ্ছে। আমরা এখানে আন্দোলন করছি যেন কেউ বলতে না পারে যে তারা বিষয়টি জানতো না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version