Home Global অলিম্পিকে অভিনবত্ব। জানেন কীভাবে আইফেল টাওয়ারের অংশ পাবেন পদকজয়ীরা!

অলিম্পিকে অভিনবত্ব। জানেন কীভাবে আইফেল টাওয়ারের অংশ পাবেন পদকজয়ীরা!

0

প্যারিস মানেই চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ারের ছবি। এবার সেই ঐতিহাসিক আইফেল টাওয়ারই অংশ হতে যাচ্ছে অলিম্পিক পদকেও। অর্থাৎ এবারের অলিম্পিকে পদক জিতলেই আইফেল টাওয়ারের কিছু অংশ বাড়ি নিয়ে গিয়ে স্মরণীয় করে রাখতে পারবেন তাঁদের সেরামুহূর্ত। আসলে, পদকের উপরের অংশে একটি করে ষড়ভূজ থাকছে। এই ষড়ভূজ তৈরি হয়েছে আইফেল টাওয়ার থেকে নেওয়া লোহার মাধ্যমে। ১৮৮৯ সালে উদ্বোধন করা টাওয়ারের দেখভাল করা সংস্থার গুদাম থেকে আইফেল টাওয়ারের ধাতব অংশ সংগ্রহ করা হয়েছে। এর আগে এমন অভিনবত্ব দেখা গিয়েছিল ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে। সেখানে পদকজয়ীদের মাথায় প্রতীক হিসেবে অলিভ পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। এবার আইফেল টাওয়ার হবে সঙ্গী। ষড়ভুজ অংশে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং ও প্যারিস ২০২৪ লেখা খোদিত আছে। মোট ৫,০৮৪টি পদক তৈরি করা হয়েছে। প্রতিটি পদকে ১৮ গ্রাম করে ষড়ভূজ রয়েছে। এবারের অলিম্পিক চলবে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত।

https://x.com/OlympicKhel/status/1755796160462348519?t=0Jbv8L1r1aLHqzQYWrKGHw&s=08

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version