Home Category অভিনব উপায়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মাতৃ দিবস পালন

অভিনব উপায়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মাতৃ দিবস পালন

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রবিবার ছিলো বিশ্ব মাতৃ দিবস। আর এই দিনটিকে স্মরনীয় করতে জয়নগর ২ নং ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষেরচক শিবালয় মন্দিরে আয়োজন করা হয়েছিলো মায়েদের বরণ করা।ঘোষের চক শিবালয় মন্দিরের প্রধান মহারাজ রাজমোহন বৈরাগীর উদ্যোগে টিম বিশ্বরঞ্জন চৌধুরীর সহায়তায় এ দিন ২০০ জন মায়েদেরকে বরন করে নেয় তাদের সন্তানেরা।এদিন মায়েদের চেয়ারে বসিয়ে পায়ের সামনে সন্তানের বসার ব্যবস্থা করা হয়।মায়েদের পা ধুইয়ে,মালা পরিয়ে,নমস্কার করে, মাকে প্রদক্ষিন করে মিস্টি মুখ করায় তাদের সন্তানেরা।এদিন ঘোষের চক শিবালয় মন্দিরের প্রধান মহারাজ রাজমোহন বৈরাগী নিজে তাঁর মাকে বরণ করে এই অনুষ্ঠানের সূচনা করেন।সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এই ধরনের এত সুন্দর একটা অনুষ্ঠানে আশে পাশের এলাকা থেকে বহু মানুষ এগিয়ে আসেন।শুধু এই দিনটা নয় সারা বছর মায়েদের সেবায় সন্তানেরা যেন থাকে সে বিষয়ে ও প্রতিজ্ঞা করে এদিন সন্তানেরা।আগামী বছর আরো বড়ো করে মাতৃদিবস পালন করা হবে বলে এদিন জানালেন ঘোষেরচক শিবালয় মন্দিরের প্রধান মহারাজ রাজমোহন বৈরাগী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version