Sunday, April 27, 2025
spot_img

জয়নগর থানার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক, গ্রেপ্তার দুই

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : অপরাধ কমাতে তৎপর জয়নগর থানার পুলিশ প্রশাসন। জয়নগর থানার পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক। ডাকাতির আগেই গ্রেপ্তার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে এ এস আই চিরঞ্জীব বিশ্বাস ও তার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার রাতে জয়নগর থানার শ্রীপুর ঘোষ পাড়া এলাকায় সন্দেহজনক ভাবে দুটি যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের কথায় অসংগতি থাকায় তাদের গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে যায়।ধৃত দুজন হলো হালিম লস্কর অরফে রাজু,বাড়ি জয়নগর থানার দক্ষিন বারাশতের রামচন্দ্রপুর এলাকায় এবং সাবির আলি মোল্লা,বাড়ি জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসানপুর এলাকায়। ধৃত দুজনকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।তারা এদিন রাতে কোথায় ডাকাতির পরিকল্পনা করেছিলো আর তাদের সাথে আর কে কে আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles