Friday, March 14, 2025
spot_img

তীব্র জলকষ্টে ভুগছে বানিওড়

নিজস্ব প্রতিনিধি : ফাল্গুন মাসের শেষ সপ্তাহ চলছে কয়েকদিন পর শুরু হবে চৈত্র মাস । হাল্কা হাল্কা গরম পড়তে শুরু করেছে আর তাতেই তীব্র জলকষ্টে ভুগছে নলহাটি ১নং ব্লকের বানিওড় গ্রামপঞ্চায়েতের বিন্দপুর,বানিওড়,বারসোর,সুলতানপুর গ্রামের বাসিন্দারা । এই সমস্ত এলাকায় বর্তমানে পানীয় জলের ভূগর্ভস্থ জলস্তর ২০০ ফুটের নীচে নেমে গিয়েছে । সরকারি নলকূপগুলিতে পানীয় জল মিলছে না উপরন্তু বেশিরভাগ নলকূপ অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের । তীব্র গরম পড়লে জলকষ্ট আরো বাড়বে বলে আশঙ্কা গ্রামবাসীদের । বানিওড় গ্রামপঞ্চায়েতের বাসিন্দা বীরভূম জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা রায়চৌধুরী বলেন, “জেলাপরিষদ থেকে দুটি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে ।” বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বাড়ি বানিওড় গ্রামেই । জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে গ্রামে গ্রামে ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে নলহাটি একনং পঞ্চায়েতসমিতি সূত্রে জানা গিয়েছে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles