“দানব” ছবিতে রেকর্ডিং এ স্টুডিওতে নস্টালজিক রুপম ইসলাম-সমিধ মুখার্জি।

0
268

দুই বন্ধুর বন্ধুত্ব বহু বছরের। কিন্তু সিনেমার জন্য কাজ করে হয়ে ওঠেনি একে অপরের সাথে। এবারে সেই সুযোগটা হল সমিধ মুখার্জি ও শিল্পী রুপম ইসলাম এর। আতিউল ইসলাম পরিচালিত আগামী ছবি “দানব” এর গানে জুটিতে আসছে সমিধ মুখার্জি ও রুপম ইসলাম। স্টুডিওতে দুজনে অনেকটা নস্টালজিক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পিয়ার খান ও রুপ্সা মুখোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখার্জি, কোশিক ব্যানার্জি,, হিয়া রায়, অনিন্দিতা সোম প্রমুখ।

কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল গানের রেকর্ডিং। শিল্পী রুপম ইসলাম জানান “আমাদের বহু বছরের বন্ধুত্ব। কিন্তু সিনেমার জন্য দুজনের কোনোদিন কাজ হয়ে ওঠেনি একে অপরের সাথে। এই প্রথম একসাথে সিনেমার জন্য গান গাইছি আমি সমিধের সুরে। দানবের এই গান আশা করছি দর্শকদের ভালো লাগবে। আমি খুব আশাবাদী এই গানটা নিয়ে। সমিধের সুরে এই গান মানুষের মন কাড়বে”।

অন্যদিকে শিল্পী সমিধ মুখার্জি জানান “বন্ধুত্বের আজ খুব খুশীর খবর। দারুন লাগছে এই কাজটা করে৷ রুপম ইসলাম এর মতো শিল্পী খুব কম আছে। আমার সুরে এই গান দানব ছবির একটা বড়ো পার্ট হয়ে থাকবে আশা করছি”।

শিবা মর্গের ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রানের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম এর জন্য। কি করবে শিবা!!! অন্যদিকে শিবার জীবনের ভালোবাসার মানুষ ছিল একমাত্র উমা। অন্যদিকে পরের দিন সকালে মিডিয়াতে বড়ো খবর উঠে আসে মর্গে একটি ডেডবডিকে নৃশংস ভাবে রেপ করে। গল্প কোন দিকে যাবে এবার!!! ভালোবাসা নাকি বাস্তব!!! গল্প কোন দিকে মোড় নেবে! এই সবকিছু নিয়ে “দানব”।

ইতিমধ্যে ছবির অনেকটা অংশ শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলতি বছরে বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here