সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: আর হাতেগোনা মাত্র দুইদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো কে ঘিরে গোটা শহর উৎসবমুখর। এবারে শিলিগুড়িতে বিগ বাজেটের সরস্বতী পুজো হচ্ছে, পাকুরতলা মোড়ে হচ্ছে এই বিগ বাজেটের সরস্বতী পুজো। এছাড়া শিলিগুড়ি কলেজেও কিন্তু প্রতি বছরের মতো এ বছরও জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। চলছে জোরদার প্রস্তুতি। শিলিগুড়ির কুমারটুলিতে ব্যস্ততা তুঙ্গে চলছে জোর কদমে প্রথমে তৈরীর কাজ, কারণ হাতে আর বেশি সময় নেই। পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছর গোষ্ঠ পাল মূর্তি এর সামনে সহ আরো বিভিন্ন জায়গায় দেখা গেল সরস্বতী প্রতিমা। ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনেরই প্রতিমা রয়েছে। সব মিলিয়ে সরস্বতী পুজোকে ঘিরে জমজমাট পরিবেশ শহর শিলিগুড়িতে।