দিল্লি থেকে আজ রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন,এই ইন্টার্নশিপ যোজনায় ইতিমধ্যেই দেশের বিখ্যাত ৫০০টি সংস্থায় যুবকদের ইন্টার্নশিপ দেওয়া হয়েছে। এই যোজনায় প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান,কেন্দ্রীয় সরকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে। তাই স্কিল ইন্ডিয়া প্রকল্পের অধীনে কৌশল বিকাশ কেন্দ্রগুলিতে যুবক যুবতীদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উল্লেখ্য,প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজস্ব,উচ্চ শিক্ষা,স্বরাষ্ট্র মন্ত্রক,প্রতিরক্ষা মন্ত্রক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহ বিভিন্ন মন্ত্রক শেষ এবং বিভাগে নবনিযুক্ত ৫১হাজার ২৩৬জনকে নিয়োগ পত্র বিতরণ করা হয়। সারাদেশে ৪০টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হয়। এরমধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ডাক বিভাগের পক্ষ থেকে এই রোজগার মেলা অনুষ্ঠানে ২১৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর চাকরি প্রাপকদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন।