বারুইপুরে মাদক উদ্ধার গিয়ে আক্রান্ত ১৩ জন পুলিশ কর্মী,ভর্তি হাসপাতালে

0
145

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যে পুলিশ ও নিরাপদ নয়।এ বারে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা।চারজন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ মোট ১৩ জন পুলিশ কর্মী আহত। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছ পুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকানো আছে, খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযানে যায়। যখন পুলিশ বাবুর বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছিল,তখনই তাদেরকে কয়েক হাজার মানুষ ঘিরে ধরে। পুলিশ কর্মীদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। তার আগে লাঠি, রড বঁটি দিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।পরে এদিন রাতে বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।শুক্রবার ও সেখানে ভর্তি আছে আহত পুলিশ কর্মীরা।আর বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার সকালে ও এলাকায় চিরুনি তল্লাশি চালাছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here