সুভাষ চন্দ্র দাশ : বেসরকারী হোটেল কাজ করতেন যুবক। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা সংক্রান্ত কাগজ ও প্রয়োজনীয় মূলবান কাগজ পত্র ব্যাগে নিয়ে বেরিয়েছিলেন চিকিৎসার জন্য।উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশন থেকে ডাউন বনগাঁ-ক্যানিং লোকালে চেপে বসেছিলেন সোনাই দাস নামে ওই যুবক।দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে পড়েন।ট্রেন ছেড়ে যেতেই সম্মিত ফেরে যুবকের। বুঝতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগ ট্রেনের কামরায় থেকে গিয়েছে।ততক্ষনে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে।নিরুপায় হয়ে শিয়ালদহ স্টেশনে চলে আসেন ওই যুবক।হারিয়ে যাওয়া ব্যাগের বিবরণ জানিয়ে রেলপুলিশে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়েই তৎপরতার সাথে হারিয়ে যাওয়া ব্যাগের খোঁজ শুরু করেন আরপিএফ।শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক স্টেশন ক্যানিং থেকে ব্যাগ উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফ এর এএসআই এ কে রাম ও মহিলা হেড কনষ্টেবল স্বর্ণলতা বিশ্বাস।এরপর ওই যুবকের হাতে হারিয়ে যাওয়া ব্যাগ তুলে দেয় আরপিএফ। আরপিএফ এর এমন তৎপরতা এবং উদ্যোগ কে প্রশংসা করে কৃতঞ্জতা জানিয়েছে সোনাই দাস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here