বিএসএফের জোয়ানদের রুট মার্চ রায়দিঘীতে!

0
50

জাহেদ মিস্ত্রী, রায়দিঘী: মথুরাপুর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় ১লা জুন অর্থাৎ শনিবার, তারপর থেকে মঙ্গলবার রায়দিঘী থানার বকুলতলা শখের হাটে রুটমার্চ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে কাজ করছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। এই দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল রায়দিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবর্ষি সিনহা, এস আই অফিসার প্রশান্ত দাস সহ রায়দিঘী থানার পুলিশ আধিকারিকগণ।
রায়দিঘীতে আসা কেন্দ্রীয় বাহিনীর অফিসারগন জানান এর আগেও পশ্চিমবঙ্গের ভোটে তাদের বহাল করা হয়েছিল, বাংলা ভাষা না জানলেও তারা বুঝতে পারেন। তাই, কাজ করতে ভাষা তাদের কাছে বাধা হবে না। রায়দিঘীর বকুলতলায় এদিন রুটমার্চে থাকা এক বিএসএফের জোয়ান বলেন, ভোটের সময় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের মূল কাজ। তাছাড়া ঊর্ধ্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here