বিএসএফ-পরপর দ্বিতীয় বার বিপুল পরিমান সোনা আটক করল, আইসিপি পেট্রাপোলে ৫৮.৫ লক্ষ্য টাকার স্বর্ণসহ দুই বাংলাদেশী যাত্রীকে আটক করেছে।

0
136

জেলা-উত্তর ২৪ পরগণা, ২৭-০২-২০২৪, দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ১৪৫ ব্যাটালিয়নের ,আইসিপি পেট্রাপোলের সতর্ক বিএসএফ জওয়ানরা পরপর দ্বিতীয় বারের জন্য বিপুল পরিমান সোনা আটক করেছে , সোনা চোরাচালানকারীদের প্রচেষ্টা ব্যার্থ করে । এই প্রসঙ্গে, ২৬ ফেব্রুয়ারি, ১৪৫ ব্যাটালিয়নেই সতর্ক বিএসএফ জওয়ানরা , দুটি পৃথক স্বর্ণ চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে, আইসিপি পেট্রাপোলের যাত্রী টার্মিনালে যাত্রীরা লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচারের চেষ্টা করার সময় ০৮ টি সোনার বিস্কুট সহ দুই বাংলাদেশী যাত্রীকে আটক করেছে তাদের শরীরে গহ্ববরের মাধ্যমে । আটক করা সোনার বিস্কুটগুলির ওজন আনুমানিক ৯৩৩,২৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫৮,৫৬,০৮২/- টাকা।

বিএসএফের মুখপাত্রের মতে, ২৬ ফেব্রুয়ারি আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের নিরাপত্তা চেক করার সময়, সকাল ০৭২০ এবং ০৭৪০ টার দিকে সতর্ক বিএসএফ জওয়ানরা বাংলাদেশি মহিলা যাত্রী শাহিনুর আক্তার এবং বাংলাদেশি পুরুষ যাত্রী সুজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। একটি রুটিন অনুসন্ধানের সময়, একটি ধাতব আবিষ্কারক যাত্রীর শরীরের নীচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। এরপরে, কর্তব্যরত মহিলা কনস্টেবল পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশির জন্য মহিলা যাত্রীকে টয়লেটে নিয়ে যান এবং অন্য একজন পুরুষ কনস্টেবল পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য পুরুষ যাত্রীকে টয়লেটে নিয়ে যান। তল্লাশির সময় মহিলা যাত্রীর কাছ থেকে ০২ টি স্বর্ণের বিস্কুট এবং পুরুষ যাত্রীর কাছ থেকে ০৬টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়, যা উভয়ের গোপনাঙ্গে লুকিয়ে ছিল। জওয়ানরা উভয় যাত্রীকে আটক করেছে এবং সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে।

আটক যাত্রীরা হলেন শাহীনুর আক্তার আখতার শিখদার, গ্রাম-ইউসুফপুর, জেলা-কুমিল্লা, বাংলাদেশ, এবং সুজন মৃধা পুত্র মুহাম্মদ বাবুল মৃধা, বাসিন্দা-আরামবাগ, ঢাকা, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদে শাহিনুর আক্তার জানায়, সে ঢাকার গুলিস্তানে আনার হোসেনের কাছ থেকে সোনার চালান নিয়েছিল। সোনা নেওয়ার পর সে সোনার বিস্কুটগুলো গোপনাঙ্গে লুকিয়ে রাখে। শাহীনুর আক্তার আরও জানান, আনার হোসেনের নির্দেশে তিনি কলকাতার গুলিস্তান হোটেলে পৌঁছান যেখানে একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে সোনা নিয়ে যাবে। এই কাজের বিনিময়ে তিনি ১০,০০০/- টাকা পেতেন। ঢাকার মতিঝিল বাজারে কামাল হোসেনের কাছ থেকে সোনার বিস্কুট নিয়েছিলেন বলে জানান সুজন মৃধা। সোনা নেওয়ার পর সে সোনার বিস্কুটগুলো তার মলদ্বারে লুকিয়ে রাখে। তাকে বলা হয়, আইসিপি পেট্রাপোল পার হওয়ার পর একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে সোনার বিস্কুট নিয়ে যাবে। এই কাজের বিনিময়ে তিনি ১৫,০০০/- টাকা পেতেন কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তল্লাশি পয়েন্টে তাদের দুজনকে তল্লাশি করা হয়, সেখানে দুজনকেই সোনার বিস্কুটসহ ধরা পড়ে।

আটক যাত্রী ও জব্দকৃত স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোলের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইসিপি পেট্রাপোলে গত সাত দিনে ছয় যাত্রীর কাছ থেকে ১.৫৫ কোটি টাকা মূল্যের ২.৪৭৭ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে। এসব যাত্রী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে সোনা আনার চেষ্টা করছিলেন।

জওয়ানদের এই কৃতিত্বে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক শ্রী এ.কে. আর্য, ডিআইজি আনন্দ প্রকাশ করেন। তিনি আরও বলেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তারা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পান তবে তারা বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ এই তথ্য দিতে পারেন। এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরেকটি হেল্পলাইন নম্বর ৯৯০৩৪৭২২২৭ জারি করেছে। WhatsApp স্বর্ণ চোরাচালান সম্পর্কিত বার্তা বা ভয়েস বার্তাও পাঠানো যেতে পারে। সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরষ্কার হিসাবে উপযুক্ত পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here