বিটিএসের টানে কোরিয়া পাড়ি কিশোরীর

0
126

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের প্রতি টানে টাকা, সোনাদানা নিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সোজা দক্ষিণ কোরিয়া পাড়ি দিল কিশোরী। ব্যান্ডের নানা অনুষ্ঠান দেখে সেও নাচগানের ভিডিও, রিলস পোস্ট করত। সারাদিন তাতেই ডুবে থাকত। পড়াশোনার বাইরে বিটিএসের গান ছিল তার বিনোদন। নিজের ঘরে বিটিএস সদস্যদের ছবি টাঙানো থাকত। মেয়েকে এসবে বারণ করা হলে অত্যন্ত উত্তেজিত আচরণ করত সে। বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী গত ২১ জানুয়ারি রাত থেকে মেয়ে উধাও হয়ে যায়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন মেয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছে। তাই পুলিশে অভিযোগ করেননি। সপ্তাহ দুয়েক ধরে মেয়ের খোঁজ না পেয়ে বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন বাবা। তার অভিযোগ ১৬ বছরের মেয়ে বাড়ি থেকে ১৮ ভরি সোনা, পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। বিটিএসের প্রতি মেয়ের যে টান সেকথাও বাবা পুলিশকে জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও যখন মেয়ের কোনও হদিশ মেলেনি তখন ফতুল্লা মডেল থানায় যান বাবা। জানান গত ৯ ফেব্রুয়ারি সোশাল মিডিয়ায় জানতে পারেন বিটিএসে যোগ দিয়েছে মেয়ে। তার পরই থানার দ্বারস্থ হয়েছে পরিবার। তাদের আশঙ্কা, মেয়ে কোরিয়া চলে গেলে তার বড় ক্ষতি হতে পারে। তাই পুলিশ যাতে দ্রুত উদ্ধার করে তার জন্য বিশেষ আবেদন জানান মেয়ের বাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here