উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :-

শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়ে গেলো এবছরের মাধ্যমিক পরীক্ষা।আর সুষ্ঠু ভাবে এই পরীক্ষা যাতে হয় তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছিল জয়নগর থানা ও জয়নগর ব্লক প্রশাসনের তরফে। এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর বিধানসভার একাধিক স্কুলের সামনে উপস্থিত হয়ে ।

পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। জয়নগর থানার উদ্যোগে জয়নগর পি সি পাল স্কুলে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিলেন  জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, কাউন্সিলার চিন্ময় দে, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল সহ অন্যান্যরা।জয়নগর থানার ৯ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে এবছর ৪৪৬৮ জন ছাএ ছাএীরা পরীক্ষায় বসেছে।জয়নগর থানা ও জয়নগর সাব ট্রাফিকের উদ্যোগে জয়নগর থানা এলাকায় একাধিক পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে।যেখান থেকে পুলিশ ও ট্রাফিক কর্মীরা পরীক্ষার্থীদের সহায়তা করছে।আর এই এলাকায় যানজট নিয়ন্ত্রনে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ ইতিমধ্যে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। আর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তাই হাসিমুখে দেখতে পাওয়া গেল এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here