বিএসএফ বড় চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে; ভারত-বাংলাদেশ সীমান্তে ৮.৭৮ লাখ টাকা মূল্যের ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ।

0
43

(জেলা-মালদা)

০২ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে, বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে সীমা চৌকি গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের সজাগ কর্মীরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করেছে। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য ৮,৭৮,০০০/-টাকা। চোরাকারবারীরা এসব মোবাইল ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

তথ্যমতে, সকাল ০৬৩৫ টার দিকে সীমা চৌকি গোপালনগর, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা দেখেন, হাতে ব্যাগ নিয়ে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের সীমান্তের বেড়ার দিকে যাচ্ছে। জোয়ানরা তাদের দিকে ছুটে গিয়ে থামতে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ভারতের দিকে ফিরে যায়, এরপর জোয়ানরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আটক করে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক দফতর, মালদহের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী এ.কে. আর্য বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বিএসএফ জোয়ানরা সদা সতর্ক থাকে। আন্তঃসীমান্ত চোরাচালান বন্ধে বিএসএফ সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ, যার কারণে চোরাকারবারিরা সর্বদাই তাদের কাজে অসফল হচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা বিভাগ চোরাকারবারিদের খোঁজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here