এই বছর হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৭ তম চলচ্চিত্র উৎসবের বিশেষ দিনক্ষণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলের কাছে তুলে ধরলেন তথ্য সংস্কৃতি দপ্তর এর আধিকারিক শান্তনু বোসু এছাড়াও ছিলেন দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তিকা, পরিচালক হরনাথ চক্রবর্তী সহ আরো অনেকে। এই দিন চলচ্চিত্র উৎসবের লোগো সহ টাইটেল সং এবং বিশেষ তথ্যচিত্র। এই বছরের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হলো ফিলিপিনস ভার্চুয়ালি নবান্ন সভাঘর থেকে ৭ তারিখ উৎসবের শুভসূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০% মানুষ নিয়ে শহরের বিভিন্ন হলে হবে চলচ্চিত্র উৎসব। সূচনা চিত্র থাকবে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি। এছাড়াও ৮ তারিখ সত্যজিৎ রায়ের সাথে কাজ করা চলচ্চিত্রজগতের দিকপাল এরা রবীন্দ্রসদনে উপস্থিত থাকবেন এবং তাদের সম্মানিত করা হবে চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে। ২৭জন কলাকুশলীকে আমন্ত্রণ জানানো হলেও কোভিড মহামারীর কারণে ১১ জন ইতিমধ্যে সম্মতি দিয়েছেন তারা উপস্থিত থাকবেন আশা করা যায় সকলেই সম্মতি দেবেন বলে জানান চলচ্চিত্র উৎসব পরিচালন কমিটির অন্যতম সদস্য অরিন্দম শীল। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্র নিয়ে আলোচনা থাকছে। বিভিন্ন প্রদর্শনী খাচ্ছে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে। সরকারের তরফ থেকে সকলের কাছেই আহ্বান করা হয়েছে মাক্স স্যানিটাইজার সহ কঠোর করোনা বিধি মেনে চলচ্চিত্র উৎসবে শামিল হতে হবে। বৃহদাকার করার পরিকল্পনা থাকলেও সবকিছু বিবেচনা করে গত বছরের মতন স্বল্প পরিসরে এবছরের চলচ্চিত্র উৎসব সমাপন করা হবে।