Sunday, November 24, 2024
spot_img

গুরু পূর্ণিমায় গুরুকে স্নরণ

প্রেক্ষাগৃহের পর্দায় তার মুখ ভেসে উঠতেই গুরু গুরু রবে সিনেমা হল হয়ে উঠতো মুখরিত। তার মৃত্যুর বহু বছর পরেও উত্তম স্মরণে নন্দনের প্রেক্ষাগৃহে তার সিনেমা দেখানোর সময় এখনকার প্রজন্মের মধ্যেও গুরু গুরু রব ওঠে। কাউকে যদি বলা হয় তোকে না উত্তমকুমারের মতন লাগছে তার গর্বে বুক ফুলে ওঠে। এখনো টলিপাড়ায় যারা নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে আসেন তারা এখনো তাকে দেখেই অনুপ্রাণিত হন চোখের চাওনি ডায়লগ বলার ধরন অভিনয়ের ধরন সবি কার সিনেমা দেখেই শেখেন। তার সাথে কাজ করতে না পারার দুঃখ হয়তো থাকে কিন্তু তিনি তো তাদের গুরু সকলের গুরু হিসেবে এখনও তিনি আইডল। এখনো বিভিন্ন চ্যানেলে উত্তম কুমারের সিনেমা মানিক টিআরপি হাই কাজেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এখনো যে উত্তম ময় তা বলার প্রয়োজন পড়ে না। নবাগত অভিনেতা অভিনেত্রীরা বলেন ইনস্পিরেশন ইজ উত্তম কুমার। প্রবাদপ্রতিম অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় কার স্মৃতিচারণায় বলেন উত্তম বাবুর মতন মানুষ হয় না তুমি তো অভিনয় জগৎ নয় অবশ্যই সেই জগতে তিনি শ্রেষ্ঠ কিন্তু সামাজিকভাবেও তিনি নায়ক যখনই প্রয়োজন পড়েছে তিনি সবার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেই কারণেই তৈরি হয়েছিল শিল্পী সংসদ দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সিনেমা প্রডিউস থেকে শুরু করে বহু শোয়ের মাধ্যমে তিনি সকলের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয় বন্যা হয়েছিল সেই ত্রাণ সংগ্রহ করার জন্য রাস্তা তো নেমেছেন তিনি। এমন এক মানুষ নায়কের মতন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে অভিভাবক শূন্য করে চলে গিয়েছেন খুবই তাড়াতাড়ি কিন্তু আজ তাঁর প্রয়ানের ৪১ বছর পরেও তিনি উত্তম। এই বছর ২৪ জুলাই ঘটনাচক্রে গুরু পূর্ণিমা এই শুভদিনে গুরু কে স্মরণ অন্য মাত্রার এনে দিয়েছে। গত বছর এবং এই বছর কোভিড পরিস্থিতির কারণে তার পুরনো সিনেমা দেখানো বন্ধ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে টালিগঞ্জের মোরে মহানায়কের মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে উত্তম প্রেমিক থেকে শুরু করে সকলেই শ্রদ্ধা জানালেন তাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে মাল্যদান করেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুরসভার তরফ থেকে ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ, গায়ক শিবাজী চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চক্রবর্তীসহ আরো অনেকে। আর্টিস্ট ফোরাম এর পক্ষ থেকে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী সহ ছোটপর্দার বহু কলাকুশলীরা। বিভিন্ন থিয়েটার সংগঠনের কলাকুশলীরাও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। দুপুর তিনটে অবধি চলে সাধারণ মানুষের পুষ্পার্ঘ্য নিবেদন। উত্তম কুমার শুধু রোমান্টিক হিরো ছিলেন না যেকোনো চরিত্রের অভিনয় ছিলেন তিনি পারদর্শী খোকাবাবুর প্রত্যাবর্তন এর চাকরির ভূমিকা থেকে শুরু করে সন্ন্যাসী রাজা রাজা থেকে সন্ন্যাসী তিনি এক এবং অদ্বিতীয় বাঙালির স্মরণে মননে স্বপনে যিনি তিনি হলেন উত্তম কুমার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles