নিজস্ব প্রতিনিধি: ইন্টারন্যাশনাল মাস্টার অফ চেস, প্রখ্যাত দাবা প্রশিক্ষক এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন-এর যুগ্ম সম্পাদক অতনু লাহিড়ী সংস্থার তথ্য পাচার ও নানা দুর্নীতির তীরে বিঁধেছেন একই সংস্থার সম্পাদক ভারত সিং চৌহানকে। গত ১০ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অতনু বাবু জানিয়েছেন যে সম্পাদক শ্রী চৌহান গত ২০১৯ সালের ১৫ জানুয়ারি থট রুটস ইন্ডিয়া প্রাঃ লিঃ নামক এক বাণিজ্যিক কোম্পানির সঙ্গে ফেডারেশনের সব তথ্য আদানপ্রদানের এক স্ট্রিক্টলি কনফিডেনশিয়াল চুক্তি করেন যার সঙ্গে জড়িত রয়েছে ফেডারেশন, কর্মকর্তা ও খেলোড়দের নিরাপত্তা। গত জুলাই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রটি প্রকাশ করেন অতনু বাবু। তথ্য পাচারের অভিযোগ ছাড়াও এই পত্রে রয়েছে ফেডারেশনের কষ্টার্জিত অর্থের নয় ছয়ের অভিযোগ। অতনুবাবুর অভিযোগ সম্পাদক তাঁর ক্ষমতার অপব্যবহার করে একতরফা ভাবে নিজের শহর দিল্লিতে ফেডারেশনের অফিসের জন্য টাকা বরাদ্দ করেছেন যার আদৌ কোনও প্রয়োজন নেই বলে দাবি শ্রী লাহিড়ীর।এই পত্রাঘাতে আরও যে মারাত্মক দুটি অভিযোগ উঠে এসেছে সেগুলি হল শারীরিক নির্যাতন, খেলোয়াড়দের ভবিষ্যত নষ্ট করে দেবার ও সামাজিক অসম্মানের ভয়ে সম্পাদকের নানা কুকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না। বেশ কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন প্রতিবাদ করলে কিভাবে খেলোয়াড়দের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। আরও একটি অভিযোগ হল গত ১০ জুন এক সভায় পাশ করানো হয় ফেডারেশনের সংবিধান সংশোধন। সেখানে সংশোধনীতে লেখা হয় ফেডারেশনের কার্য্যকলাপের বিরুদ্ধে কোন সদস্য আইনের দ্বারস্থ হতে পারবে না। যা ভারতবর্ষের সংবিধানে দেওয়া নাগরিকের মৌলিক অধিকারকে খর্ব করে। প্রধানমন্ত্রী এই পত্র পাওয়ার পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন সেইদিকে তাকিয়ে দেশের দাবা দুনিয়া।