Monday, November 25, 2024
spot_img

আপাতত শহরে জল জমা থাকবে: তারক সিং

পাম্পিং স্টেশন অকেজো দায়িত্ব নিয়েও পরিষেবা দিতে পারছিনা দুঃখ লাগে: তিস্তা বিশ্বাস
বরুন মন্ডল: বুধবার রাত্রি ১১ টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা এখন ও পর্যন্ত চলছে। রাতের বেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয়েছে পশ্চিবঙ্গজুড়ে কলকাতা সকাল থেকেই কার্যত ডুবে রয়েছে। বেহালার বিস্তীর্ণ এলাকা প্রায় কোমরসমান জল দাঁড়িয়ে গিয়েছে। হরিদেবপুরের জলের চিত্র একই রকম উঠে আসছে। যোধপুর পার্ক থেকে ঢাকুরিয়া সব জায়গায় হাঁটুর ওপরে জল। রাজ্যে কোরনার বিধি-নিষেধ চলছে বলে তেমনভাবে জনমানুষে প্রভাব পড়েনি। যেহেতু কাজের জায়গায় যাওয়ার তাড়া নেই তাই যন্ত্রণার চিত্র এমনভাবে চোখে না পড়লেও যারা যারা বাড়ির বাইরে বেরিয়েছে অফিস কাছারির জন্য তারা এই যন্ত্রণায় সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এই জলসা মানচিত্র এলাকাবাসীরা তুলে ধরে ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার জানলায়। এমন অতি ভারী বৃষ্টি পূর্বাভাস গত সপ্তাহে থাকলেও তেমন ভাবে বৃষ্টি চোখে পড়েনি তবে সপ্তাহ থেকেই পুরসভার লোকজনেরা ড্রেন পরিষ্কার করবার জন্য অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি নিয়ে কারা কলকাতা চোসে বেরিয়েছেন। এবং সব জায়গায় ড্রেন পরিষ্কার করেছেন। কিন্তু তা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি হল কলকাতার তা বলা যাচ্ছে না সঠিকভাবে। তবে বৃষ্টির পরিমাণ ও যে বিশাল আকার ধারণ করেছে তা বলা বাহুল্য। একরাতে একেক জায়গায় প্রায় ১৫০-১৬৭ মিলিলিটার বৃষ্টি হয়েছে। পুরসভার নিকাশি কো-অর্ডিনেটর তারক সিং জানান নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের জেরে গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৪৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন হুগলি নদীতে জোয়ার থাকায় কলকাতার সমস্ত নিকাশি খালের লকগেট গুলি বন্ধ। হুগলি নদীতে ভাটা এলে ৪ টের পর লকগেট খোলা হবে। তখন কলকাতা শহরের জমা জল বের হবে। আপাতত শহরে জল জমা থাকবে। বেলা ১১ টায় লকগেট গুলি বন্ধ করা হয়েছে।
৮৬ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাস বলেন গরচা এলাকায় এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে, এর মূল কারণ হলো পাম্পিং স্টেশন বিকল হওয়া আমি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে পরিস্থিতি হবে বারবার এই বিষয় নিয়ে আমরা বিরোধীদলের কাউন্সিলার হিসেবে তুলে ধরেছি কিন্তু কোন সুরাহা হয়নি। যখন আমরা জানতে পারি পাম্পিং স্টেশন গুলোর অবস্থা সেটা নিয়ে আমরা সরব হয়েছি, তবে বিরোধী দল হিসেবে এসব সত্যিটা আমাদের কাছে আসেনা জানতে পারলেই আমরা সব সেই সব জিনিস তুলে ধরি। বিরোধীদলের কাউন্সিলর হয়ে মানুষের দায়িত্ব নিয়েছি কিন্তু মানুষকে সেই পরিষেবা দিতে পারছিনা এটাই খারাপ লাগে। এছাড়াও কলকাতার হিন্দুস্তান পার্কে কাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকায় সিএসসি কে জানানো সত্ত্বেও তারা অপারগ কারণ জল জমে রয়েছে যদিও কিছুক্ষণ আগে এখানের জল কিছুটা নেমেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles